পার্বত্য চট্টগ্রাম সফরে আসছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ তাঁর ১৯ সদস্যের একটি টিম আগামী ১৬ জানুয়ারি খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় সফর করবেন। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সাথে সৌজন্যসাক্ষাৎ করে বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক এর সাথে সাক্ষাৎ করে কমিশন সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন।
আলোচনা সভায় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, আগামী ১৬ জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদসহ ১৯ সদস্যের টিম খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় সফর করবেন। এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনের সফরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ সেলিম রেজা,কমিশন সদস্য মোঃ আমিনুল ইসলাম,কংজরী চৌধুরী,ড.বিশ্বজিৎ চন্দ্র,ড. তানিয়া হক ও কাওসার আহমেদ, সচিব (যুগ্ম সচিব) নারায়ন চন্দ্র সরকার, পরিচালক (অভিযোগ ও তদন্ত) (জেলা ও দায়রা জজ)আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক,উপ-পরিচালক মোঃ আজহার হোসেন, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) জামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু সালেহ সফরে থাকবেন বলে তিনি উল্লেখ করেন।
তিন দিনের সফরের প্রথম দিনে ১৬ জানুয়ারি সড়ক পথে এসে দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজে অবস্থান নিবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা। একই দিন ৪টায় মতবিনিময় সভায় অংশ নেবেন। পর দিন ১৭ জানুয়ারি বান্দরবান ও ১৮ জানুয়ারি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের রাঙ্গামাটি সফর করবেন।