দীঘিনালায় স্বদেশে প্রত্যাবর্তন দিবস পালন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ১০ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল মধ্যদিয়ে পালন করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, সহ- সভাপতি জাহাঙ্গির হোসন, সাংগঠনিক সম্পাদক মো সফিক, যুগ্ম – সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সাধারণ সস্পাদিকা ও মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমূখ।
এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে জাতির জনকের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শুদ্ধা জানান নেতাকর্মীরা।