কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়।
উপজেলা তথ্য অফিসার মো.দেলোয়ার হোসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন,কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী, উপজলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার ও উপজেলা রিসোর্ট সেন্টার ইনসট্রাক্টর গোলাম গফুর। পরে প্রধান অতিথি নির্বাহী অফিসার মুনতাসির জাহান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।