মানিকছড়িতে সেভ দ্য ফিউচার ফাউনন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
॥ মোঃ ইসমাইল হোসন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে সেভ দ্য ফিউচার ফাউনন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৯ জানুুয়ারি) বিকালে মানিকছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে সেভ দ্য ফিউচার ফাউনন্ডেশন খাগড়াছড়ি জেলা ও মানিকছড়ি উপজেলা শাখার যৌথ আয়োজনে কেককাটা, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরনের মধ্য দিয়ে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সেভ দ্য ফিউচার ফাউনন্ডেশন’র মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার ফাউনন্ডেশন’র মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় উক্ত ফাউনন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময় মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মনির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী, সংগঠনের সহ-সভাপতি ও উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি অমর দত্ত, প্রধান শিক্ষক ধীমান চন্দ্র শীল, জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ ইমরান আলম’কে আহবায়ক ও মোঃ রুবের হোসেনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আলোচনা সভা শেষে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়। পরে অতিথিদের উপস্থিতিতে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।