বরকলে পুষ্টি সমন্বয় কমিটি’র বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
রাঙ্গামাটির বরকল জুম ফাউন্ডেশন উদ্যোগে লীন প্রকল্পের আওতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৯ জানুয়ারি)সকালে উপজেলা নির্বাহী কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান(সংরক্ষিত) সুচরিতা চাকমা।
প্রধান অতিথি বক্তব্য উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা বলেন,তৃণমূল পর্যায়ে পুষ্টি বিষয়ে বিভিন্ন সংস্থা কাজ চালিয়ে যাচ্ছে।তবে কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। পার্বত্য এলাকায় যোগাযোগ ও আর্থিক অনটনের কারণে তৃণমূল পর্যায়ে পর্যাপ্ত পুষ্টি সুবিধা পাচ্ছে না। আর পুষ্টি বিষয়ে অধিকাংশ মানুষ এখনো অভ্যস্ত নয়।শিক্ষিত সমাজেও এ ঘাটতিটা রয়েছে বলে মন্তব্য করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা।
সভাপতি বক্তব্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর বলেন,বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক পরিচালনায় পুষ্টি সচেতননতা বিষয়ে অনেকটা অগ্রগতি হয়েছে।তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর।
এসময় বরকল ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা ও বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা,কার্বারী এ্যাসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা,উপজেলা জুম ফাউন্ডেশন(লীন প্রকল্প) সমন্বয়ক সঞ্চয় চাকমা ও ফিল্ড ফ্যাসিলিটেটর তাপস কুমার চাকমা সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।