আলীকদমে সেনা অভিযানে ৯০০ ঘনফুট কাঠ জব্দ
॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনীর (৩১ বীর) আলীকদম সেনাজোনের অভিযানে মাতামুহুরী রিজার্ভ বাগান সংলগ্ন গয়ামঝিরি এলাকায় থেকে ৯০০ শত ঘনফুট সেগুন গাছের টুকরো জব্দ করেছে সেনাবাহিনী।
রবিবার (০৮জানুয়ারী) বিকালে বাংলাদেশ সেনাবাহিনী (৩১বীর) আলীকদম সেনাজোনের আওতাধীন উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড গয়াম ঝিরি বাসুদেব কারবারি পাড়া এলাকা থেকে আনুমানিক ৯০০ ঘনফুট অবৈধ সেগুন কাঠের সন্ধান পাওয়া যায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আলীকদম সেনাজোনের ক্যাপ্টেন মাজহার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে স্তুপকৃত ৯০০ শত ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত কাঠের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৯,৮০,০০০ টাকা (উনিশ লক্ষ আঁশি হাজার টাকা) বলে ধারণা করা হয়। জব্দকৃত কাঠ গুলো বন বিভাগ কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি ব্যতীত বিভিন্ন পাহাড়ী এলাকা হতে কর্তন করে স্তূপ করে রাখা ছিল এবং গাছ কর্তন কার্যক্রম চলমান ছিল।
জব্দকৃত কাঠের মালিকের কোন পরিচয় পাওয়া যায়নি। জোন সদরের প্রয়োজনীয় কার্যক্রম শেষে বন বিভাগ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলীকদম মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা মোঃ কাসেম সত্যতা নিশ্চিত করে বলেন, সেনা অভিযানে অবৈধ স্তূপকৃত সেনগুন কাঠগুলি আলীকদম সেনাজোনের পক্ষ থেকে জব্দ করে আমাদের কাছে হস্থান্তর করেছে।