খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার কাউন্সিল ও শিক্ষক সম্মেলন---
সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক: কার্তিক ত্রিপুরা
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার কাউন্সিল ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা শিক্ষক সমিতির আহবায়ক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, শিক্ষকরাই হচ্ছে দেশ ও জাতির মূল স্তম্ভ। তাাঁরা আছেই বলে এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ক্যাডার হতে পারে। মানুষ গড়ার প্রত্যয়ে শিক্ষকরা জীবন বাজি রেখে সোনার মানুষ তৈরি করছে। পার্বত্য খাগড়াছড়ি জেলার শিক্ষার মানকে উন্নত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার মানকে বৃদ্ধি করতে পারলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাব উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শামীম।
এর আগে সকালে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সর্বোচ্চ ৩০২টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয় মাসুদ পারভেজ। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্তিক ত্রিপুরা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়।