[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বিলাইছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ শুরু

৪৪

॥ পুষ্প মোহন চাকমা,বিলাইছড়ি ॥

রাঙ্গামাটির বিলাইছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ বিলাইছড়ি সেনা জোনের ৩২বীর উদ্যোগে আয়োজন করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) সকালে ইউনিয়ন ভিত্তিক সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ আয়োজন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি সেনা জোনের ৩২বীর এর উদ্যোগে, বিলাইছড়ি সদর, কেংড়াছড়ি ও ফারুয়া ইউনিয়নের সমন্বয়ে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ আয়োজন করা হয়েছে।৭ জানুয়ারী হতে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত আট দিনব্যাপী আয়োজিত টুর্নামেন্ট চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব, পিপিএম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান, বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মিজানুর রহমান। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার সর্বস্তরের প্রতিনিধি ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিলাইছড়ি জোন কর্তৃক আয়োজিত সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৩, বিলাইছড়ি, কেংড়াছড়ি ও ফারুয়া ইউনিয়নের দুইটি করে মোট ছয়টি টিমের সমন্বয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উপজেলার সাধারণ মানুষের মধ্যে বন্ধন দৃঢ় করা এবং যুব সমাজকে দেশের উন্নয়নে সমাজের জন্য সম্পদে পরিণত করার প্রয়াসেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি উন্নয়নে বিলাইছড়ি জোন ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এই অভিযাত্রায় বিলাইছড়ি জোনের একটি অনবদ্য প্রয়াস বলে সূত্র জানায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার পার্বত্য এলাকার শান্তি রক্ষায় বিলাইছড়ি জোনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। ভবিষ্যতেও বিলইইছড়ি জোন এ ধরনের প্রয়াস চালু রাখবে বলে প্রতিশ্রুতি দেন।

এছাড়া মাদকের প্রসার এবং অপরাধমূলক কর্মকান্ড রোধে যুবসমাজকে আরো বেশি সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে পায়রা অবমুক্তকরণ করেন জোন কমান্ডার। সবশেষ ট্রফি উন্মোচন এবং বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নের মধ্যকার অনুষ্ঠিত ফুটবল ম্যাচের মধ্য দিয়ে সম্প্রীতি ফটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি ঘটে।