উন্নয়নের জোঁয়ারে উন্নতি হচ্ছে থানচি- বীর বাহাদুর
॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥
দিনের পর দিন উন্নয়নে জোঁয়ারে উন্নতির হচ্ছে থানচি, এ উন্নয়নের কথা প্রধানমন্ত্রী হৃদয়ে লিখন হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবে অবগত হয়েই দেশের উন্নয়ন কাজের পরিকল্পনা গ্রহনে যথাযথভাবে বাস্তবায়ন হয়েছে। উন্নয়নের দেশের সাধারণ জনগণ সার্বিকভাবে উপকৃত হচ্ছেন।
শনিবার (৭ জানুয়ারী) দুপুরে মাল্টিপারপাস টাউন হলে হতদরিদ্র গরীব অসহায় মাঝে শীতবস্ত্র কম্বল বিতরনসহ জনগনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি’র এসব কথা বলেন।
মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, থানচি উপজেলা শেষ মাথায় থেকে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে শুরু করেছি, এটি থানচির ইতিহাসের ঐতিহাসিক মুর্হুত গেছে, কারণ অতীতের ব্রিটিশ থেকে পাকিস্তান, বাংলাদেশ এ পর্যন্ত কোন সরকারের প্রধান কিংবা রাষ্ট্রের কোন প্রধান থানচিতে সফর করেননি। একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর করেছেন।
মন্ত্রীর আরো বলেন, প্রধানমন্ত্রী সফর থেকে থানচির যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদানে দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হচ্ছে। বান্দরবানে শ্রেষ্ঠ উপজেলা হবে থানচি।
জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদানে শেষে এলাকার হতদরিদ্র গরীব অসহায় মাঝে শীতবস্ত্র কম্বল, প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ স্প্রে মেশিন, ফুট পাম্পসহ আত্নকর্মসংস্থানের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের মাঝে গবাদিপশু পালনে ছাগল এবং সেলাই মেশিন বিতরণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
এ মতবিনিময় সভা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ লুৎফর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ্আলম, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, সত্যহা পাঞ্জি, টিংটিংম্যা মারমা প্রমুখ। এছাড়াও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নেতাকর্মী ও জনসাধারণ জনগণ উপস্থিত ছিলেন।