খাগড়াছড়ি দীঘিনালায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ
॥ মোঃ সোহেল রানা,দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়ন আওয়ামীলীগ উত্তর ও দক্ষিণ উদ্যোগে বর্ধিত সভাশেষে মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেরুং ইউপি সর্বস্থরের জনগণ।
শুক্রবার (৬ জানুয়ারি) মেরুং ইউনিয়ন এর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামীলীগের আয়োজনে বেতছড়ি উত্তর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভার আয়োজন করলে পরবর্তী তা প্রতিবাদ সভায় সকাল ১০ টায় মেরুং ইউপি উত্তর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, মেরুং ইউপি উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, মেরুং ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ ইলিয়াস, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ছগির হোসেন, বেতছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, আলমগীর হোসেন প্রমূখ।
সভায় বক্তরা বলেন, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ ও জনসেবায় হয়রানি, সরকারি সড়কে যানচলাচলে বাঁধা, সাধারণ মানুষের ব্যবসা-বানিজ্য বন্ধ করে দেয়া সহ নানা অভিযোগে বর্ধিত সভা জনসাধারণের মাধ্যমে প্রতিবাদ সভায় রুপ নেয়। মেরুং ইউপি সর্বস্থরের জনগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন ও দলীয় উর্ধতন কতৃপক্ষের কাছে দাবি জানান।
বর্ধিত সভাশেষে দলীয় নেতাকর্মীরা ও জনসাধারণ ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে ব্যানার হাতে জুতা ও ঝাড়ু মিছিল বের করে।
এবিষয়ে মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, কিছু স্বার্থনেশ্বী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে।