সাজেক উদলছড়ি বিওপি এলাকায় নব নির্মিত স্কুল উদ্বোধন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
সাজেক বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় দূর্গম উদলছড়ি বিজিবি বিওপির এলাকায় নব নির্মিত স্কুল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম পাহাড়ী এলাকা উদলছড়িতে নব নির্মিত স্কুলের কার্যক্রম শুরু উদ্বোধন করে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান পিএসসি অধিনায়ক এর পক্ষ হতে উদলছড়ি বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ হেলাল উদ্দিন।
দূর্গম পার্বত্য অঞ্চলে স্কুলের কার্যক্রম শুরু হওয়ায় অবহেলিত শিক্ষা বঞ্চিত শিশুরা শিক্ষার আলো এ আলোকিত হবে বলে এলাকাবাসী মনে করেন। নিজ এলাকায় এ নব নির্মিত স্কুল প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার কারবারী মোহন লাল কান্তি চাকমা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অত্যন্ত আনন্দিত এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।