ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সম্মেলন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দীপংকর তালুকদার এমপির হাতকে আরো শক্তিশালী করতে এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন উপজেলা সমূহে ফেব্রুয়ারির ১ম সপ্তাহে সম্মেলন ও ১৫দিনের মধ্যে পৌর শাখার বর্ধিত সভা করার নির্দেশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিকাল ৫টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা স্বেচ্ছাসেবক লীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- জেলার সহ-সভাপতি মোখলেছুর রহমান মানিক, অ্যাড. তোষণ চাকমা, মাসুদ, মুন্না, সহ-সাধারণ সম্পদক লিটন বড়ুয়া রাশেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম ও কার্তিক দেসহ জেলার নেতৃবৃন্দ।
জরুরী সভায় সকলের সিদ্ধান্তক্রমে আগামী ফেরুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৫টি উপজেলায় সম্মেলন সম্পন্ন করাসহ আগামী ১৫দিনের মধ্যে রাঙ্গামাটি পৌর শাখার বর্ধিত সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।