কাপ্তাই মসজিদভিত্তিক শিশুগণ শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই শিল্পএলাকায় মসজিদভিত্তি শিশুগণ শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় তালপট্টি কেন্দ্রে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু গণ শিক্ষার শিক্ষার্থীদের এ পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করে কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি ও কেন্দ্র শিক্ষক মো.কবির হোসেন। প্রধান অতিথি ছিলেন বনশিল্প উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই এলপিসি ইউনিট শাখা মহা-ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই সংরক্ষিত ইউপি সদস্য সেলিনা পারভিন, সুইডিশ দারুল উলুম হাফেজী নূরানী মাদরাসার পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন ও শহীদ তিতুমীর একাডেমীর সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম খোকন। বক্তরা বলেন, মসজিদভিত্তিক শিশুগণ শিক্ষা একটি আর্দশ প্রতিষ্ঠান।
এখানে শিশুদের সকল বিষয়ে শিক্ষা দেয়াহয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ডাক্তার মিজানুর রহমান ও প্রকৌশলী জুয়েল হোসেন।