কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অফিস উদ্বোধন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি।
কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা নতুন অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা সদরে এ নতুন দপ্তরের উদ্বোধন করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মুনতাসির জাহান ফিতাকেটে নতুন অফিস উদ্বোধন করে।
এ সময় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু, নির্বাহী সদস্য ও চন্দ্রঘোনা ইউপি সদস্য আক্তার হোসেন মিলন, নির্বাহী সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য মোঃ মাসুদুল হক খান, মংসুইছাইন মারমা, আব্দুল হাই খোকন, নুর বেগম মিতা, বিপুল বড়ুয়া, মোঃ জাকির হোসেন, ফেরদৌস আক্তার, জ্যোতিষ ময় তনচংগ্যাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।