[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে বিজিবির অভিযানে বিদেশী গরু জদ্ধ

৬৫

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদমের ৩নং নয়াপাড়া ইউনিয়নের কয়ার ঝিরির পাশে শির ঝিরি নামক স্থানে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ৫৭) ব্যাটালিয়ন। এই সময় মিয়ানমার থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ৮০টি বিদেশী গরু জদ্ধ করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও পুলিশের যৌথ টিম এই গরুগুলো উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ শহীদুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার হওয়া এ গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকার কাছাকাছি হবে। গরুগুলো আলীকদম (৫৭ বিজিবি) সদর ব্যাটালিয়নে আনা হচ্ছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন দুর্গম সীমান্ত দিয়ে চোরাকারবারিরা মিয়ানমার থেকে অবৈধভাবে গবাদি পশু নিয়ে আসছেন। এরই প্রেক্ষিতে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে গত ছয় মাসে ৮০৭টি গরু ও মহিষ জদ্ধ করেছেন। যার বাজারমূল্য আট কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা।

এসব গবাদি পশু পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে নিলামে বিক্রি করে সেই অর্থ কোষাগারে জমা করা হয়েছে। এ পর্যন্ত এ বিষয়ে আলীকদম থানায় দুটি ও কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে ২৪টি মামলা দায়ের করেছে বিজিবি। সেই সঙ্গে গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধে দুইজন আসামিকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়েছে।