আলীকদমে অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতকম্বল বিতরণ
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥
আলীকদমে জেলা পরিষদের ব্যবস্তাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় জি আর খাত হতে উপজেলার গরীব অসহায় ও দুঃস্থ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় ২নং চৈক্ষ্যং ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে এই কম্বল বিতরণ উদ্ধোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা।
এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন,আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান ২নং চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উনুমং মার্মা,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ নেতা কর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
শীতার্ত মানুষের মাঝে শীতকম্বল বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি বলেন,বান্দরবান জেলা পরিষদের সদস্য বাবু দুংড়িমং মার্মা বলেন এই শীতকালীন সময়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শীতকম্বল করা হচ্ছে বলে তিনি জানান।
জেলা পরিষদের সদস্য আরও বলেন,মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দিক নির্দেশনায় অত্র উপজেলার ৪টি ইউনিয়নে ৯৭১টি শীত কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের দুঃস্থ অসহায় জনসাধারণের মাঝে ২৪৩টি শীত কম্বল বিতরণ করা হয়েছে এবং বাকি ৩ টি ইউনিয়নেও শীত কম্বল বিতরণ করা হবে।