বরকলে দু’দিনব্যাপী পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ শুরু
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
রাঙ্গামাটি বরকলে জুম ফাউন্ডেশনের উদ্যোগে লীন প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদবর্গের দু’দিনব্যাপী পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার(৪ জানুয়ারি) উপজেলার বরকল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষীনাথ চাকমা,উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা সমিরণ কান্তি মহাজন।
সভাপতি বক্তব্য বরকল ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা বলেন,প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করা সম্ভব। আর নানান অজানা বিষয়ে ধারণা পেতেও প্রশিক্ষণ গ্রহণ করা দরকার।তাই লীন প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ যাতে স্বার্থক হয় সেই প্রত্যাশা রাখেন ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা। এছাড়াও সভায়-পুষ্টি,বাল্য বিবাহ,জেন্ডার বৈষম্য ও নারী ক্ষমতায়ন এসব বিষয়ের উপর আলোকপাত করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি বান্নচরণ চাকমা,উপজেলা জুম ফাউন্ডেশন(লীন প্রকল্প) সমন্বয়ক সঞ্চয় চাকমা ও ফিল্ড ফ্যাসিলিটেটর তাপস কুমার চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।