মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি বাজারে পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে মানিকছড়ি বাজারে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী। ভ্রাম্যমান আদালাত পরিচালনাকালে দেখা যায় পাটের বস্তার পরিবর্তে তারা প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন। পরে পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারায় মেসার্স ভাই ভাই অটো রাইস মিলের স্বত্বাধিকারী বাবু নারায়ণ চন্দ্র নাথকে ১০ হাজার টাকা ও সজিব পোল্ট্রি ফিড’র স্বত্বাধিকারী মোঃ সিহাব হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত পরিচালকালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর বাবুল চন্দ্রনাথ।