আগামীকাল মানিকছড়িতে জমকালো আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
জমকালো আয়োজনের মধ্যদিয়ে আগামীকাল ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছে মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। উপজেলা টাউন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে দিনের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজনের প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু হবে। বিকেলে জাতিয় ও দলিয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন আরম্ভ হবে। পরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিশাল ছাত্র সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মংসুইপ্রু চৌধুরী অপু। এছাড়াও জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এছাড়াও ছাত্রলীগকে আরো গতিশীল করার লক্ষে বিশাল ছাত্র সমাবেশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশাল এ ছাত্র সমাবেশ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ কলেজ, ইউনিয়ান ও ওয়ার্ড পর্যায়ের প্রায় সহশ্রাধিক নেতাকর্মীদের সমাগম হবে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়। সেই সাথে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ ও পার্শবর্তি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জানিয়েছেন তিনি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল হোসেন জানান, ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে মানিকছড়িতে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেই সাথে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে চারটি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। দিনব্যাপী সকল আয়োজনে সবর উপস্থিতি ও প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজন যাতে সফল হয় সে লক্ষে ব্যাপাক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। যাতে যার যে দায়িত্ব তা যথাযথ পালন করতে পারেন। সর্বকালের স্মরণীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ এমনটাই তিনি জানিয়েছেন।