[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদলবৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদানরাঙ্গামাটিতে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক-১রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে ৬ দিনের মাথায় তিন অপহৃত শ্রমিক উদ্ধার

৯৬

॥নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলার তারাবুনিয়ায় এমএনসি নামক ইটভাটা থেকে অপহৃত তিনজন ইটভাটার শ্রমিককে ৬ দিনের মাথায় উদ্ধার করলো পুলিশ। সোমবার ভোরে (০২ জানুয়ারি) চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট এলাকা থেকে তিন অপহৃতকে উদ্ধার করা হয়েছে বলে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ ডিএসবি,রাঙ্গামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম এবং কাপ্তাই সদর সার্কেল রওশন আরা রব প্রমুখ।

অপহরণকৃত ভিকটিম তিনজন শ্রমিক হলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার গাজী তাহেরের ছেলে মোঃ জিয়াউর রহমান জিকু (২৮), নোয়াখালী সদরের মৃত রহমত উল্লাহর ছেলে আহসান উল্লাহ (৪৫) ও মোঃ মোসলেম উদ্দিন (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাঙ্গামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার এমএনসি নামক ইটভাটা থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে তিন ইটভাটার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে এমএনসি ইটভাটার মালিক মোঃ ফারুক বাদী হয়ে অপহরণ সংক্রান্ত কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারেন অপহরণকারী দল তিন শ্রমিকের মুক্তিপন হিসেবে ৩০ লক্ষ টাকা দাবি করে। সেই সূত্র ধরে কাউখালী থানার পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে

গত শনিবার (৩১ ডিসেম্বর) কাপ্তাই উপজেলার লিচুবাগান এলাকা থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন,ক্যমং মারমা (২২) এবং উক্যওয়াই মারমা (২০)। পরে অপহরণকারী দুইজনের তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে কাউখালী থানার পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার উপজেলার কলমপতি ইউনিয়নের ডাবুইন্যাছড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত তিন শ্রমিককে হাটহাজারীর চৌধুরী হাট এলাকায় রেখে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করতে সক্ষম হন।

অপহৃতরা জানান, রাতে তাদের ঘুম থেকে তোলে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে নিয়ে যায়। পরে তাদের মারধর করে বিভিন্ন স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। তারা জানতে চাইলেন,আপনারা কারা? সন্ত্রাসীরা বলে তারা ভিতরের পার্টি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের স্থান চিহ্নিত করে ৩০ সদস্যেও পুলিশের একটি টিম নিয়ে উপজেলার ডাবুইন্যাছড়া এলাকা অভিযান পরিচালনা করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত তিন শ্রমিককে হাটহাজারীর চৌধুরী হাট এলাকায় রেখে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। তিনি আরো জানান, অন্যান্য আসামীদের গ্রেফতারের তাদের অভিযান অব্যাহত রয়েছে।