মানিকছড়িতে জাতীয় সমাজসেবা দিবসে সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভাতা কার্ড প্রদান, সম্মাননা ক্রেস্ট ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরন করা হয়েছে
।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। সমাজসেবা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন’র স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মহব্বত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তৌহিদ-উজ জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপালিনী চাকমা প্রমূখ।
আলোচনা সভা শেষে সুদমুক্ত ঋণের আওতায় ২৩ জনের মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার ঋণ, ২০২২-২৩ অর্থবছরে ৬৭ জন অতিরিক্ত বরাদ্দপ্রাপ্ত প্রতিবন্ধীর মাঝে ভাতার কার্ড ও ইউনিয়ন সমাজকর্মী অংথোয়াই মারমাকে শ্রেষ্ট সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে এই উপলক্ষে একটি র্যালি বের করা হয়।