আলীকদমে পুলিশি অভিযানে ৩টি ট্রাক ও ৪৪টি অবৈধ গরু উদ্ধার
॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমে পুলিশি অভিযানে চোরাই পথে আসা ৪৪টি অবৈধ গরু উদ্ধার করা হয় ও ৩টি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় আলীকদম থানাধীন ০২নং চৈক্ষ্যং ইউপির ১নং ওয়ার্ডের শিবাতলী পাড়াস্থ চৈক্ষ্যং মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর হতে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, মায়ারমার হতে সীমান্ত দিয়ে চোরাইপথে পাচারের উদ্দেশ্যে বেশ কিছু অবৈধ গরু আনা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে আলীকদম থানা। ৩০ ডিসেম্বর ২০২২ইং ভোর সাড়ে ৫টায় আলীকদম থানাধীন ২নং চৈক্ষ্যং ইউপির ১নং ওয়ার্ডের শিবাতলী পাড়াস্থ চৈক্ষ্যং মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর হতে আলীকদম থানা পুলিশ কর্তৃক বিশেষ এক অভিযানে ৪৪টি চোরাই পথে আসা অবৈধ গরু উদ্ধার করা হয় ও ৩টি ট্রাক জব্দ করা হয়। এসময় ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গরু ও ট্রাক জব্দের বিষয়ে সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন সরকার বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাপর আসামীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতার ৩জন আসামীর বিরুদ্ধে আলীকদম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।