কাপ্তাইয়ে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসির সভা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজম্যান্ট (সিএমসির) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ” কিন্নরী’তে এ সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে সিএমসি কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার আপেল চাকমাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর কিশোরীদের ক্ষমতায়ন, বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম ও কমিটির সহযোগিতা বিষয় নিয়ে আলোচনা করা হয়।