[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকাল
[/vc_column_text][/vc_column][/vc_row]

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের থাকার ব্যবস্থা করে দিল যুব রেড ক্রিসেন্ট’র সদস্যরা

৫৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ওয়াকছড়ি আশ্রম মন্দির এলাকায় বসবাসরত অংথোয়াই মারমা (৬০) ও চাইন্দা মার্মা (৫৮) নামের দুই বৃদ্ধ দম্পতির বসতঘর পুরে ছাই হয়েছে যায়। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। তীব্র শীত ও তাদের অসহায়ত্বের কথা চিন্তা করে জরুরী ভিত্তিতে তাঁবু টাঙ্গিয়ে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি উপজেলা ইউনিটের সদস্যরা।

মানিকছড়ি যুব রেড ক্রিসেন্ট’র যুবনেতা থোয়াই অং প্রু মারমা, উপ-দলনেতা- আবদুল আউয়াল, হাবিবুর রহমান’র নেতৃত্বে প্রশিক্ষণ বিভাগীয় উপ-প্রধান জোবায়ের হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি বিভাগীয় প্রধান মনির হোসেন, বন্ধুত্ব বিভাগীয় প্রধান মনির হোসেন যুব সদস্য মৃদুল কুমার ত্রিপুরা ও এলাকাবাসীর সহযোগীতায় সন্ধ্যার পরপর উক্ত তাঁবু তৈরি করে থাকার ব্যবস্থা করে দেয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন উপস্থিত থেকে সহযোগিতা করেন।

 

অন্যদিকে এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তৌহিদ-উজ-জামান। পরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেউটিন, নগদ ৩ হাজার টাকা ও কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

উল্লেখ্য, অংথোয়াই মারমা (৬০) ও চাইন্দা মার্মা (৫৮) নামের এই দম্পতি উপজেলার ওয়াকছড়ি আশ্রম মন্দির এলাকায় বসবাস করতেন। কৃষির কাজ করেই বৃদ্ধ এ দম্পতির সংসার চলাতেন। প্রতিদিনের ন্যায় দুপুর ১টার দিকে পালিত গরু চড়াতে যান। তখন ঘরে কেউ ছিলেন না। তার বেশ কিছুক্ষণ পরে স্থানীদের মাধ্যমে অগ্নিকান্ডে খবর পেয়ে বাড়িতে ছুটে আসলে ততক্ষণে ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েন তারা।