বরকলে ৭০ পরিবার পেল এক টাকায় শীতবস্ত্র
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
শীতার্ত মানুষের ভালোবাসায়,উষ্ণতার আনন্দ উপহার এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটির বরকলে এক টাকায় আনন্দ মানবিক সংস্থা এর উদ্যোগে শীতার্তের মাঝে ১টাকার মূল্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ডিসেম্বর) সকালে উপজেলার বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৭০ জন শীতার্ত পরিবার এ সেবা গ্রহণ করেন।
এক টাকায় আনন্দ মানবিক সংস্থার(প্রতিষ্ঠাতা) পরিচালক জাবের হোসেন সাকিব এর নেতৃত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দিন ও সহকারী পরিদর্শক(এসআই) মোঃ ফরহাদ হোসেন।
এসময় এক টাকার আনন্দ মানবিক সংস্থার সদস্যবৃন্দ, বরকল উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবক,বরকল থানার সদস্যবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।