আলীকদমে ইয়াবা গাঁজা সহ দুইজন আটক
॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় ১৩৯০ পিস ইয়াবা ও ৯২৫ গ্রাম গাঁজা সহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী, আলীকদম সেনা জোন (উজ্জীবিত ৩১)। রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সেনা জোনের সূত্রে জানা যায়, আজ ২৫ ডিসেম্বর ২০২২ইং দুপুর ১২টায় আলীকদম ৩১ বীর জোনের আওতাধীন আলীকদম উপজেলা মধ্যম আমতলী পূর্ব পালং পাড়া এলাকা হতে ওয়াইবট মুরুং (৪৫) কে ১৩৯০ পিস ইয়াবা এবং ইং ওয়াই মুরুং (৩০) কে আলীর বাজার এলাকা হতে দুপুর সাড়ে ১২টায় ৯২৫ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।
উল্লেখ্য যে প্রাথমিকভাবে দুইজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, উক্তব্যক্তিদ্বয় দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ও গাঁজা ব্যবসা করে আসছে। এদিকে বিকেল সাড়ে ৩টায় আটক ইং ওয়াই মুরুং (৩০) ওয়াইবট মুরুং (৪৫) আলীকদম থানায় হস্থান্তর করা হয়।
ইয়াবা ও গাঁজা সহ দুইজন আটকের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ড করা হয়েছে।