বিশ্ববিদ্যালয় ভর্তি ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে আলোচকরা
স্বপ্নকে বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
‘আমরা স্বপ্ন দেখবো, জয় করব’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ভর্তি ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করে মানিকছড়ি স্টুডেন্টস্ ফোরাম শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা টাউন হলে মানিকছড়ি স্টুডেন্টস্ ফোরাম’র সাংগঠনিক সম্পাদক তাহমিদ গনি’র সঞ্চালনা ও সভাপতি ওয়াসিম আকরাম’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মানিকছড়ি স্টুডেন্টস্ ফোরাম উপদেষ্টা মোঃ আলমগীর হোসেন।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাগড়াছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন সভাপতি ও মানিকছড়ি স্টুডেন্টস্ ফোরাম সাধারণ সম্পাদক সামশুল হক। সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, খাগড়াছড়ি স্টুডেন্ট এসোসিয়েশন’র সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান সাগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইদ্রিস, রানা, মেহেদী, সরওয়ার, ইসমাইল সেমিনারে গুরুত্বপূর্ণ আলেচনা করেন।
সেমিনারের আলোচনায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিকালীন নানা প্রতিবন্ধকতা ও দীর্ঘ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সময়ের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন, সফলতা অর্জন করতে হলে প্রথমেই সুনির্দিষ্ট স্বপ্ন দেখতে হবে। আর সে স্বপ্নকে বাস্তবায়নের জন্য অধ্যবসায় মাধ্যমে কঠোর পরিশ্রম করে যেতে হবে। তবেই জীবনের কাঙ্খিত লক্ষে পৌছাতে পারবে। এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির আগ মুহূর্তে নানা প্রতিবন্ধকতা আসবে। কখনও আর্থিক কখনও পারিপার্শ্বিক। সেই সাথে না পারার মত নানা জল্পনা কল্পনা কাজ করবে। একটা সময় মনে হবে ভর্তি হতে পারব না। তবে সে সময়টাতেও নিজের লক্ষকে স্থির রাখতে হবে, সফলতা অর্জনে সকল বাধাকে পেছনে ফেলে কঠোর অধ্যবসায় করে যেতে হবে। যতদিন পর্যন্ত কাঙ্খিত ফলাফল অর্জিত না হয়। যে যত কঠোর অধ্যবসায় করবে তার সফলতা অর্জন খুব সহজ হবে। তাই জীবনে সফলতা অর্জন করতে হলে ছাত্র জীবন থেকে নির্দিষ্ট লক্ষে পৌছানোর আগ মুহূর্ত পর্যন্ত কঠোর অধ্যবসায় করে যাওয়ারও পরামর্শ দেন সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।