গ্রেফতারকৃত নেতা–কর্মীদের মক্তি না দিলে দুর্বার আন্দোলনে যাওয়ার হুশিয়ারি
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
গণমিছিল সমাবেশে বিএনপি নেতাকর্মীরা বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তারকৃত নেতা–কর্মীদের অচিরে মুক্তি দিতে হবে। তা না হলে সরকারকে কঠিন পরীক্ষা সম্মুখীন হতে হবে এবং দুর্বার আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন জেলা বিএনপি নেতা কর্মীরা।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে বান্দরবান ইসলামী কেন্দ্রীয় মসজিদ সামনে গণমিছিল সমাবেশে বক্তারা এসব মন্তব্যে করেন।
এর আগে বিএনপি অস্থায়ী কার্যালয় থেকে গণমিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন।
এসময় কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারা দেশের ন্যায় বান্দরবানে গণমিছিল অংশ নেন জেলার বিএনপির ও অঙ্গসংগঠন। এতে ঢল নেমেছে নেতাকর্মীদের।
সভায় জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং, সহ- সভাপতি লুসাইমং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির নরুল ইসলাম, সদর উপজেলার বিএনপির আহবায়ক মোহাম্মদ সরওয়ার, সদস্য সচিব চনুমং মারমা সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।