কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার ৬ষ্ঠ সম্মেলন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
” নয় শঙ্কা নয় ভয়, চাই শিক্ষা আনন্দময়” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বর্ণিল আয়োজনে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম মহিলা ক্লাবে অনুষ্ঠিত হয়।
শিশু বিদ্যালয় মাঠ চত্বরে জাতীয় পতাকা ও খেলাঘর আসরের দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন করে কেন্দ্রীয় খেলাঘর আসর প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার। প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক শোভন সেনগুপ্তর সঞ্চালনায় সভাপতিত্ব করে খেলাঘর চট্রগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি সাংবাদিক মোঃ খোরশেদ আলম।স্বাগত বক্তব্য রাখেন উত্তর জেলা খেলাঘর আসর সম্পাদক অধ্যক্ষ আবুল কাসেম।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাঘর আসর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার, কেপিএম মহাব্যবস্থাপক( উৎপাদন) মাইদুল ইসলাম, মহাব্যবস্থাপক( প্রশাসন) আবদুল্লা আল মাহমুদ, কেন্দ্রীয় খেলাঘর আসর সম্পাদক মন্ডলীর সদস্য আকতার হোসেন এবং জাতীয় পরিষদ সদস্য ওসমান গণি বাবু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, খেলাঘরের জন্মের উদ্যেশ হলো একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক জাতি গড়ে তোলা, একজন শিশুকে মুক্তমনা করে গড়ে তোলা। দেশে যখন অন্ধকার নেমে আসে, তখন খেলাঘর এর বন্ধুরা রাজপথে নেমে আসে।
উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় বর্ণিল সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজিয়ে বিভিন্ন শাখা সংগঠন এর বন্ধুরা এবং উত্তর জেলা খেলাঘর আসর এর নেতাকর্মীরা এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি কেপিএম এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।