কাপ্তাইয়ে “পালা পার্বনে পৌষ” মেলা অনুষ্ঠিত
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে “পালা পার্বনে পৌষ” শীর্ষক পৌষমেলা ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বেলা ২ টা হতে রাত সাড়ে ৮ টা পর্যন্ত কেপিএম ব্রীকফিল্ড মাঠে এ পৌষমেলা অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই শিল্পকলা একাডেমীর সভাপতি ও কাপ্তাই নির্বাহী অফিসার মুনতাসির জাহান। দিনব্যাপী হরেক রকম পিঠা-পায়েস, লোকজ মেলা, সংস্কৃতির বিকাশে গান, নৃত্য, আবৃত্তি এবং উদ্যোক্তাদের তৈরি দেশীয় নানান পিঠাপুলি বিক্রয় ও পণ্যসম্ভারের আয়োজন করা হয়।
এইদিন পৌষ পার্বণ উৎসবে লোকজ মেলায় দুরদুরান্ত থেকে আগত ক্রেতা ও উদ্যোক্তরা ১৮টি স্টলে হরেক রকম পিঠাপুলি, দেশীয় তৈরি হরেক রকমের পণ্য পসরা দিয়ে স্টলগুলিকে সাজায়। যেখানে দেশীয় সংস্কৃতির খেলনা, প্রসাধনী সামগ্রী ও পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক সহ দেশী-বিদেশী নানা পণ্য দেখা মিলে। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কর্ণফুলী পেপার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন সরকার, কেপিএম এর জিএম (প্রশাসন) আবদুল্লাহ আল মাহামুদ, বরকল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, পৌষ মেলা উদযাপন কমিটির সদস্য সচিব নাট্যজন আনিছুর রহমান।