হেল্পপিং হেন্ড’স ফর কাপ্তাই অসহায় মোহাম্মদ আলীকে চিকিৎসার্থে অর্ধ লক্ষ টাকা প্রদান
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
হেল্পপিং হেন্ড’স ফর কাপ্তাইয়ের পক্ষ হতে অসহায় মোহাম্মদ আলীকে চিকিৎসার্থে অর্ধ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ অফিসে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন হেল্পপিং হেন্ড’স ফর কাপ্তাই পরিচালক সাবেক ইউপি সদস্য পারুল আক্তার। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই নতুনবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ সভাপতি মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোঃ আকরাম হোসেন,কাপ্তাই উচচ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ হারন উর রশিদ,মোঃ শফিকুল ইসলাম,বিএফআইডিসি মডেল সাঃপ্রাঃ বিঃ প্রধান শিক্ষক মো.ইউসুফ মিয়া। বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন,মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক নবী হোসেন,জেটিঘাট বাইতুচ্ছালাম জামে মসজিদ কমিটির সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, শিক্ষক আবুল কালাম ও ব্যবসায়ী মহি উদ্দিনসহ প্রমুখ।
উল্লেখ্য দীর্ঘ তিন বছর যাবৎ অসহায় মোহাম্মদ আলীর পায়ে গাছ পড়ে পা ভেঙ্গে পঁচন ধরে।টাকার অভাবে চিকিৎসা করতে না পাড়ায় সামাজিক সংগঠন হেল্পপিং হেন্ড’স ফর এর পক্ষ হতে চিকিৎসা বাবদ নগদ অর্থ লক্ষাধিক টাকা এবং বাইতুচ্ছালাম জামে মসজিদে ১০হাজার টাকা প্রদান করা হয়।