[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

হেডম্যান নেটওয়ার্ক ও কাপেং ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ মহলের বাধাগ্রস্তের কারণে ভূমি কমিশনের কাজের অগ্রগতি তেমন নেই

১৩৯

॥ পলাশ চাকমা ॥

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি রিরোধ নিষ্পত্তি কমিশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকালে সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কংজরী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগারক কমিটির আহবায়ক গৌতম দেওয়ান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য ও শিক্ষাবিধ মংসানু চৌধুরী, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা সহ তিন পার্বত্য জেলার হেডম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ সনের রেগুলেশন আইন মোতাবেক পার্বত্য চট্টগ্রাম শাসন ব্যবস্থা চলছে। কিন্তু বিশেষ একটি মহলের ষড়যন্ত্রের কারণে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল করার পাঁয়তারা করে যাচ্ছেন। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহব্বান জানান। বক্তারা আরো বলেন, দীর্ঘ ২৫ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আরো বলেন, পার্বত্য চুক্তির আলোকে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিধিমালা প্রণয়ন না করার কারণে পার্বত্য এলাকার মানুষ ভূমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিধিমালা বাস্তবায়ন করার জন্য সরকারে প্রতি অনুরোধ জানান। ২০১৬ সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি রিরোধ নিষ্পত্তি কমিশনের যাত্রা শুরু হলেও দীর্ঘ ৬বছরেও একটি বিশেষ মহলের বাধাগ্রস্তের কারণে ভূমি কমিশনের কাজের অগ্রগতি অগ্রগতি তেমন নেই বলে উল্লেখ করেন।