॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুজনার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে ৪টার দিকে উপজেলাধীন তিনটহরী ইউনিয়নের অন্তর্গত চেংগুছড়া এলাকায় উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
জানা যায়, মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী ইউনিয়নের চেংগুছড়া এলাকায় একটি বৈধ বালু মহাল থাকার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যান সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। পরে সেখানকার বালু ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেনকে ৫০ হাজার টাকা ও একই এলাকার মোঃ ইমাম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে দুজনার কাছ থেকে ১ লাখ টাকা করা হয়েছে। সেই সাথে উপজেলার যেকোনো স্থানে অবৈধ বালু উত্তোলন করা হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।