পাহাড়ের নিজেদের সংস্কৃতির ধরে রাখতে হবে: সাজিয়া আফরোজ
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ বলেছেন, পাহাড়ের নিজেদের সংস্কৃতির ধরে রাখতে হবে। প্রয়োজনে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে এনে নতুন করে উত্থাপন করতে হবে। নাহলে পাহাড়ের যার যার ঐতিহ্য সংস্কৃতি হারিয়ে যাবে। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে পর্যটন মোটেল কনফারেন্স হলে প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে Doth-cht প্রকল্পে তারুন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (টিডিও) আয়োজনের প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ।
তিনি বলেন, ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষুধ খাওয়া ঠিক না। পাহাড়ের ঐতিহ্য আদা,তুলসী পাতা, নীমপাতা বিভিন্ন ঔষুধী ব্যবহার কমে যাচ্ছে, যে গুলো বিজ্ঞান সম্মত, বৈজ্ঞানিকভাবে স্বীকৃত সেগুলো চর্চা অব্যাহত রাখতে হবে এবং সংরক্ষন করতে হবে। যারা জুমে থাকে,জুম চাষ করে তাদের রোগব্যাধি কম হয়। এখানকার প্রাকৃতিক খাদ্য খুব ভালো এবং বংশ পরস্পরাই ঐতিহ্যগুলো ধরে রাখবো তবে জরুরী বিষয়ে অবশ্যই ডাক্তারের শ্বরনাপন্ন হতে হবে ও হাসপাতালে আসতে হবে।
অনুষ্ঠানে তারুম ডেভেলপমেন্ট এর কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট মাধবী মারমা সভাপতিত্বে Doth-cht প্রকল্প পরিচালক অধ্যাপক মংসানু চৌধুরী,ম্রো ভাষায় লেখক ও গবেষক ইয়াঙান ম্রোসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।