রাঙ্গামাটির সাপছড়িতে “পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ” উদ্বোধন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্বতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ইপসা সুখী জীবন প্রকল্পের সহযোগিতায় সাপছড়ি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে “পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২২” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন, সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীণ চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদের সদস্য সুমিত্রা চাকমা, সুনীল চাকমা এবং ইপসা সুখী জীবন প্রকল্পের এফ এফ গৌতম কুমার শীল ও পরিদর্শক রুপায়ন চাকমা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে সমাজে অনেক মায়েদের অকালে মৃত্যুবরণ করতে হয় বা প্রসব পরবর্তী বিভিন্ন প্রজনন স্বাস্থ্য সমস্যায় ভুগতে হয়। এছাড়া মৃত-জন্ম, অপরিপক্ক-জন্ম সহ অপুষ্টি শিশুর জন্ম হতে পারে। এমনকি মা শিশু উভয়ের মৃত্যু হতে পারে। তাই বাল্যবিবাহ বন্ধ করা অত্যাবশ্যক হয়ে পরেছে। আমাদের খেয়াল রাখতে হবে কিছুতেই যেন কোন মেয়ের আঠার বছরের পূর্বে বিয়ে আর বিশের আগে সন্তান না হয়। এছাড়া প্রত্যেক গর্ভবতী মায়ের গর্ভ কালীন সেবা ও প্রসব পরবর্তী সেবা নিশ্চিত করার জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং প্রতিটি প্রসব যেন স্বাস্থ্য সেবা কেন্দ্রে হয় সে ভাবে মানুষকে সচেতন করতে হবে।
বক্তারা আরো বলেন,, বাল্যবিবাহের কারনে যেমন মায়েদের মৃত্যু হয় তেমন ঘন ঘন সন্তান প্রসব এবং অধিক সন্তান প্রসবের কারণেও মায়েদের স্বাস্থ্যহানি ও মৃত্যু হতে পারে। তার জন্য প্রত্যেক সক্ষম দম্পতিকে একটি নিরাপদ পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে থাকতে হবে। যার কারণে পরিবার ও সমাজ সুন্দর থাকবে এতে রাষ্ট্র সমৃদ্ধ হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমানে প্রতিটি সেবা কেন্দ্রে কিশোর কিশোরীদের জন্য আলাদা সেবা কর্নার আছে। যে সমস্ত শারীরিক সমস্যা ও মনের কথাগুলো তারা কারো সাথে আলোচনা করতে পারেনা সে সুযোগ তারা এই সেবা কর্নারে পাবে। এখানে তারা প্রয়োজনীয় চিকিৎসা সহ কাউন্সেলিং সেবা পাবে। এই তথ্যগুলো মাঠ পর্যায়ে কিশোর কিশোরদের পৌঁছাতে হবে।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ দিদার এর উপস্থাপনায় অনুষ্ঠানে পরিচালিত হয়। এতে উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিজিটর, পরিবার কল্যাণ সহকারী ও সুখী জীবন প্রকল্পের কমিউনিটি রিসোর্স পুলের সদস্য সহ স্থানীয় দম্পতির সদস্যরা উপস্থিত ছিলেন।