[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

জাতির শ্রেষ্ট সন্তানদেরকে যারা হত্যা করেছে তারা নিশ্চুপ নেই: দীপংকর তালুকদার এমপি

বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটিতে বিজয় দিবস পালিত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

১৫২

॥ মোঃ আরিফুর রহমান ॥

রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের ৫১ বর্ষপূতি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে রাঙ্গামাটি জেলা প্রশাসন, উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ ও জেলা পুলিশ সহ রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনগুলো।

দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ, মুক্তিযোদ্ধারা শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৮টায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা পরিষদের আয়োজনে শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার, এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মীর মোঃ আবু তৌহিদ, বিপিএম (বার), জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইকবাল হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী প্রমূখ।

এসময় দীপংকর তালুকদার যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, বঙ্গবন্ধুর কয়েকজন খুনি যুক্তরাষ্ট্রের নিরাপদ আশ্রয়ে আছে, যে দেশ খুনিদের আশ্রয় দেয় সে দেশ মানবতা লঙ্ঘনের দায়ে কাউকে কাঠগরায় দাড়াঁনো সাজে না। যারা ধর্মের নামে মুক্তিযুদ্ধের সময় নিজ ধর্মের মানুষকেই হত্যা করেছে, যারা ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ট সন্তানদেরকে হত্যা করেছে তারা এখনো নিশ্চুপ নেই। বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্য স্বাধীনতা বিরোধীরা এখনো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি সকলকে আহবান জানান।

এছাড়া জেলা পুলিশের আয়োজনে রাঙ্গামাটিতে বসবাতরত বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এসআই (নিঃ) জনাব শ্রী সুকুমার মুৎসুদ্দি’কে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

এদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা এর নেতৃত্বে ৬.২০ টায় রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনার, রাঙ্গামাটি সদর উপজেল ও বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব), বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সকাল ১০টায় বোর্ডের প্রধান কার্যালয়স্থ মাইনী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা এর সভাপতিত্বে মহান বিজয় দিবস এর কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন মুক্তিযুদ্ধ চেতনা ও অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাসী বিরোধীরা উন্নয়নের অগ্রযাত্রাকে বিঘ্নিত করার জন্য প্রকাশে ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি এসব ষড়যন্ত্রকারী স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ নতুন প্রজন্মদের এ বিষয়ে সজাগ থাকার আহবান জানান।

মহান বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সকালে তবলছড়িস্থ আনন্দ বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা, দুপুরে বোর্ডের জামে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহ্ফিলসহ তবারক বিতরণ এবং সন্ধ্যায় তবলছড়িস্থ শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।