প্রচার ও সেবা সপ্তাহ" (১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর) উপলক্ষে
দীঘিনালায় স্বাস্থ্য সচেতন করতে কিশোরী সমাবেশ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে উদ্ধুদ্ধ করতে বিশেষ কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ডিসেম্বর) সকালে উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে “প্রচার ও সেবা সপ্তাহ” (১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর) উপলক্ষে এ কিশোরী সমাবেশ উদ্ধোধন করেন দীঘিনালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান।
এতে দীঘিনালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা শ্যামলা চাকমা।
এসময় উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শীকা অনিকা চাকমা এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কামরুজ্জামান। কিশোরী সমাবেশের পর উপস্থিত সকল কিশোরীদের মাঝে স্যানিটারী প্যাড এবং আয়রন ফলিক এসিড বড়ি বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তরা কৈশোর কালীন সময়ে ছেলে-মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন।