কাপ্তাই শিল্প এলাকা যুব সমাজের বিজয় দিবস পালন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
প্রতিবছরের ন্যায় এবারো রাঙ্গামাটির কাপ্তাইয়ের শিল্প এলাকা যুব সমাজের আয়োজনে মহান বিজয় দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিন ব্যাপী তালপট্টি ক্রিকেট মাঠে যেমন খুশি তেমন সাজন, বিভিন্ন খেলাধুলা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা শ্রমিকলীগ সভাপতি শহিদুল ইসলাম বাপ্পি। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দ্লু লতিফ। স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহবায়ক মোঃ আবু সাঈদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য সেলিনা পারভিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্রিকেট খেলায় লালদল বিজয় অর্জন করে। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে। উল্লেখ, যুব সমাজের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মাদকে না বলুন’।