কাপ্তাইয়ে ২১বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ২১জন মুক্তিযোদ্বাকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধা ৭টায় ৪নং ইউপি সংলগ্ন মাঠে কাপ্তাই সেনা জোন এ সংবর্ধনা প্রদান করে। কাপ্তাই মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই ৫৬ইবি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নূর উল্লাহ জুয়েল, পিএসসি।
এতে স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ও বীর মুক্তিযোদ্ধা এম,এ রশিদসহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ২১জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এসময় কাপ্তাই জোনের জেসিও, ওআর, বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিল। পরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।