রোয়াংছড়িতে মহান বিজয় দিবস উদযাপিত
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রোয়াংছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর সকাল ৬.৩৮ ঘটিকার সময় উপজেলা প্রাঙ্গনে উপজেলায় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করেন। পরে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খোরশেদ আলম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান চহাইমং মারমা কুচকাওয়াজ এর সালাম গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজ অধ্যক্ষ রোয়াল থাং লিয়ান বুইতিং জেরী, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে, কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।