যথাযথ মর্যাদায় খাগড়াছড়িতে মহান বিজয় দিবস পালন
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে চেঙ্গী স্কোয়ার সংলগ্ন শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে একত্রিশ বার তোপধ্বনির পর পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
শুক্রবার (১৬ডিসেম্বর) সকালে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্ত নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সর্ম্পকিত টাস্কর্ফোস’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, মং সার্কেলের প্রধান সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলমসহ বিভিন্ন সরকারী-বেসরকারী, সামাজিক সংগঠন, এনজিও, স্কুল-কলেজ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল নিয়ে শ্রদ্ধা জানান।
এরপর সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পরপরই বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউট, গার্লস গাইড কর্তৃক কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী করা হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় নেতাকর্মীরা বিজয় র্যালি করে বীর শহিদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপি, ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ জেলা আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ, জেলা আ’লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন কর্তৃক বাংলাদেশ শিশু একাডেমি, মিলনায়তনে খাগড়াছড়ির ‘‘বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনার ধারণা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিজয় দিবস উপলক্ষে সকাল-সন্ধ্যায় পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্ক, জেলা প্রশাসনের আলুটিলা পর্যটন কেন্দ্র, তৈরাং তৈকালাই (রিছাং ঝর্ণা) ও মায়াবিনী লেকে সর্বসাধারণের জন্য বিনা টিকেটে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়।
এছাড়াও মসজিদ, মন্দির, ক্যায়াং, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজনসহ জেলা সদর হাসপাতাল, কারাগার, শিশু পরিবারে মিষ্টি বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও রয়েছে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে আলোকসজ্জাকরণ করা হয়।