মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তিমালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল সাড়ে ৮টায় রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো কুঁচকাওয়াজ, সালাম গ্রহণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার প্রদান করা হয়।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ পুলিশ, আনসার ব্যাটালিয়ন, প্রয়াত মংরাজা বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট, রোভার স্কাউট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পস্তবক অপর্ণ শেষে শহীদ বেদিতে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও সকল বীর শহীদের আত্মার শান্তি কামনা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে মহান বিজয় দিবস উদযাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোঃ শাহনূর আলম, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি কুমার সুইচিংপ্রু, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ শেষে সন্ধায় উপজেলা টাউন হলে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।