মহান বিজয় দিবসে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ কতৃক নানা কর্মসূচী
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন কতৃক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ই ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা আওয়ামীলীগের কর্মসূচী শুরু করা হয়। দলের নেতাকর্মীরা মিলে দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে গিয়ে র্যালী শেষ করা হয়।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং উপজেলা মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতৃবৃন্দরা। অপরদিকে বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির একাংশ নেতৃবৃন্দ।
এরপরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার।
আলোচনা সভা শুরুতে মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও ৭৫’এর নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার, সহ-সভাপতি আনসার আলী, সহসভাপতি ও উপজেলা হ্যাডম্যান এসোসিয়েশনের সভাপতি সুজিত তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রিয়তোষ দত্ত(মেম্বার), সাংগঠনিক সম্পাদক ঝিল্লোর মজুমদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ মামুন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক প্রমুখ।
সভাপতির বক্তব্যে আব্দুল ওহাব হাওলাদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগ, যুবলীগ’কে যেভাবে নিদের্শনা দিয়েছেন সেভাবে সকলকে চলতে হবে। চেতনায় মুক্তিযুদ্ধ, আদর্শে বঙ্গবন্ধু, নেতৃত্বে শেখ হাসিনা এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে আগামীতে চথ চলার আহবান জানান।
সহ-সভাপতি সুজিত তালুকদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এখন থেকে যার যার অবস্থানে সজাগ থেকে আমাদের সকলকে মাঠে নামতে হবে। যাতে করে পুনরায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে পারি।
যুগ্ন সাধারণ প্রিয়তোষ দত্ত বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত লোকেরা অরাজকতা সৃষ্টি করতে মাঠে নেমেছে। তাদেরকে প্রতিহত করতে আমাদের সকলকে কঠোর অবস্থানে থাকতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন এই বাংলাদেশকে সোনার বাংলা ও ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রের রুপান্তর করা। এই স্বপ্ন পুরন করার জন্য বাংলার ১৮ কোটি মানুষের উন্নত জীবন যাপন করার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারকে বার বার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। সেই লক্ষ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষে আগামী একটি বছর সাধারণ জনগণকে নিয়ে রাজপথে থাকার আহবান জানান তিনি।