বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে যথাযথ মর্যাদায় ও নানা কর্মসুচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে । দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সম্মান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর, উশৈসিং । পরে জেলা ষ্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবস সূচনা করে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় পুলিশ সুপার তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজয় দিবসের কুচকাওয়াজের অংশ নেন ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ আইনশৃঙ্খলা বাহিনী। সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। শুরু হয় ৭ ট স্কুলে মনোজ্ঞ ডিসপ্লে। অনুষ্ঠান শেষ বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এসময় জেলা পুলিশ কর্মকর্তাসহ সরকার-বেসকারী ও শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।