[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

৩৮

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বরকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (১৬ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াচ ও আলোচনা সভা আয়োজন করা হয়।

সভার শুরুতেই সূর্যদয়ের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদেও নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রেসক্লাব, ইউপি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ অন্যান্যা সংস্থা। এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে দোয়া ও আত্মার মাগফেরাত কামনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপক কর্মকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা ও বরকল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্য উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ দেশ স্বাধীন হওয়ার পেছনে বহু মানুষের আহাজারী, আত্মচিৎকার, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ছিল। তাই এ দিনে তাদের গভীর চিত্তে স্মরণ করছি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক দেশ, অসাম্প্রদায়িক চেতনার দেশ। থাকবেনা কোনো শোষণ, শ্রেণি বৈষম্য। এ দেশ হবে একটি কল্যাণকর রাষ্ট্র এবং সোনার বাংলা। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর দেশ থমকে গেলেও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। জনসাধারণের জন্য নানান সুবিধা ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে আশার আলো ছড়াচ্ছে। তারই ধারাবাহিকতা অংশ হিসেবে উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজে সরকারি বেসরকারি দপ্তরের নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে।
সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের আপামর জনসাধারণের স্বপ্নদ্রষ্টা। তারই নেতৃত্বে এ দেশ স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো আকস্মিক ঘটনা নয়। জাতির পিতা অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের পরিণতি ছিলো দীর্ঘ ২৩ বছরে ৭১ এ মুক্তিযুদ্ধ। দীর্ঘ সংগ্রামে ৫২ ভাষা আন্দোলন, ৫৪ নির্বাচন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ছয়দফা, ৬৯ গণ-অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন এবং ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে স্বাধীনতা ঘোষণা। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয়েছে কাঙ্খিত বিজয়। আজকের মহান বিজয় দিবসে চার সূর্য নেতা সহ ত্রিশ লক্ষ বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা এবং আত্মার শান্তি কামনা করছি।
এসময় বরকল উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী, শিক্ষক-ছাত্র-ছাত্রীবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভাশেষে মহান বিজয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কুচকাওয়াজ, দৌড় প্রতিযোগিতা, ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযুদ্ধের নাটিকা ও বল নিক্ষেপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।