[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দানিলামে বৈধতা পাচ্ছে, আগামীতে জব্দ বালু নিলাম বন্ধ: বান্দরবান জেলা প্রশাসকখাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডের ঘটনা, দুঃখের বিষয় আসামীকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেনবান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগবান্দরদবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ অর্থ প্রদানবড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালন
[/vc_column_text][/vc_column][/vc_row]

পানছড়িতে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন

৩৩

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার ভোর সাড়ে ৬টায় পানছড়ি থানা পুলিশের ৩১বার তোপধ্বনি ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, পায়রা মুক্তকরন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠান শুরু হয়। এদিকে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ , মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা , থানা অফিসার ইনচার্জ মোঃ আনচারুল করিম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা , প্রকৌশলী আব্দুল খালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগন, ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুশীল সমাজ , আওয়ামী লীগ -বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পানছড়ি। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন যুব রেড ক্রিসেন্ট পানছড়ি উপজেলা ইউনিটের একঝাঁক তরুণ সদস্যরা।