দীঘিনালায় মহান বিজয় দিবস উপলক্ষে বাবুছড়া ৭ বিজিবি‘র শীতবস্ত্র বিতরণ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বাবুছড়া ব্যাটেলিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পাহাড়ের দুস্ত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।
শুক্রবার(১৬ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বাবুছড়া ব্যাটেলিয়নের ৭বিজিবি উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ ইকবাল আক্তার মহান বিজয় দিবস উপলক্ষে পাহাড়ের দুস্ত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ও বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় ৭বিজিবি উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ ইকবাল আক্তার বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এই শীতবস্তু বিতরণের উদ্যোগ নিয়েছি। এখানে যারা খুব দরিদ্র মানুষ তাদের দেওয়ার চেষ্টা করেছি। এটা দিয়ে যেন সামান্য টুকু হলেও শীত নিবারণ করতে পারবে। তিনি আরো বলেন, বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান পার্বত্য দুর্গম এলাকায় মানবতার সেবায় গরিব-দুখী অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে আসছে বাবুছড়া ব্যাটেলিয়ন(৭বিজিবি)। মডিকেল সেবা পরিচালনা করেন বাবুছড়া ব্যাটেলিয়ন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আতাউর রহমান (এএমসি)। বাবুছড়া ব্যাটেলিয়ানের মেডিকেল অফিসের ক্যাপ্টেন মোঃ আতাউর রহমান বলেন এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে।পার্বত্য অঞ্চলে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে শান্তি ও দুর্যোগকালীন সময়ে বাবুছাড়া ব্যাটেলিয়ন (৭ বিজিবি) যে কোন সহযোগিতায় পাশে থাকবে। উক্ত বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান ভারপ্রাপ্ত সুবেদার মেজর মোঃ লুৎফর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।