[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্রসহ যুবক আটক

১০০

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে নিয়মিত টহলে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরের শুরুতেই রাত সাড়ে ৪টার দিকে কলাবাগান ব্রিজের উপর এসআই অনিক ও সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করার সময় এক ব্যক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তল্লাশিকালে তার কোমড়ে থাকা গুলি সহ একটি ৭ এমএম বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনচারুল করিম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দপানছড়ি উপজেলার সদর ইউনিয়নের অক্ষয় পাড়ার এল্লোবানা চাকমার ছেলে সৈকত চাকমা (২৭) বলে জানায়। সে নিজেকে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) এর সদস্য বলে দাবি করে। আটককালে গুলি সহ আগ্নেয়াস্ত্র নিয়ে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। তার বিরুদ্ধে ১৯৭৮সালের অস্ত্র আইনের মামলা রজ্জু করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আটক বিষয়ে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক সম্রাট চাকমা জানান, সৈকত চাকমা সাংগঠনিক কাজে রাঙ্গামাটি যাওয়ার পথে পানছড়ি নোয়াপাড়ায় রাত্রি যাপনকালে নব্য মুখোশ দল অপহরণ করে। সেখান থেকে মারধর করে অস্ত্রসহ পুলিশের নিকট হস্তান্তর করেছে বলে শুনেছি বলে উল্লেখ করেন।