পানছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনচারুল করিম, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ, ওসি (তদন্ত) কামরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব সহ উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।