দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সেমিনার কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।
দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রগতিশীল সমাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনেও দিবসটি উদযাপিত হয়েছে।